Friday, February 15, 2019

পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন কাঁধে নিলেন রাজনাথ সিং

Pulwama terror attack: বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন বহন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিক দিলবাগ সিং।

Pulwama terror attack: শহিদ সেনাদের কফিন বহন করলেন রাজনাথ সিং এবং দিলবাগ সিং

নিউ দিল্লি: 
বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন বহন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিক দিলবাগ সিং।
স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, “বদলা নিতে যা করার” করবে সরকার, শুক্রবার জাতীয় পতাকার মোড়া কফিন কাঁধে নিলেন তিনি, কফিনের অন্যদিকে ছিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল, সঙ্গ দেন অন্যান্য আধিকারিকরা।
আজ দুপুর ২ টো নাগাদ শ্রীনগর পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।সেখান থেকে বদগাঁও এ শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।গতকাল পুলওয়ামায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কে ৩৫০ কেজি বোঝাই বিস্ফোরক নিয়ে সেনাবাহিনীর কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা।
sakthi
শতাব্দীর শুরুতে জম্মু কাশ্মীরে এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা।